রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
জামালপুর-৫

দুই যুগ পর জামালপুর সদরবাসী পাচ্ছে নতুন মুখ

শফিক জামান, জামালপুর

দুই যুগ পর জামালপুর সদরবাসী পাচ্ছে নতুন মুখ

জামালপুর-৫ (সদর) আসনটিতে আওয়ামী লীগ-বিএনপি দুই দলই এবার নতুন প্রার্থী দিয়েছে। ফলে দুই যুগের বেশি সময় পর এমপি হিসেবে জামালপুর সদরবাসী পাচ্ছে নতুন মুখ। জামালপুর সদরে ১৯৯৬ থেকে টানা চার মেয়াদে এমপি ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। এবার তার ভাগ্যে দলীয় মনোনয়ন জোটেনি। দলীয় নেতা-কর্মীরা বলছেন, ‘ভালো’ মানুষ হিসেবে পরিচিত রেজাউল করিম হীরা এবার বাদ পড়েছেন বয়সের কারণে। এখানে এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। নিয়মিত গণসংযোগ করে তৃণমূলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে এ আসনে সর্বশেষ ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক। এরপর ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত টানা দলীয় মনোনয়ন পেলেও সিরাজুল হক আর নির্বাচনী বৈতরণী পার হতে পারেননি। বিএনপি এবার এ আসনে মনোনয়ন দিয়েছে জামালপুর পৌরসভার দুবারের নির্বাচিত মেয়র অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনকে। বিএনপির রাজনীতিতে ঈর্ষণীয় জনপ্রিতার অবস্থানে থাকা ওয়ারেছ আলী মামুন এবার দলের শক্তিশালী প্রার্থী ।সব মিলিয়ে এ আসনে নির্বাচনের হিসাব-নিকাশটা একটু কঠিন হয়ে উঠেছে এবার। ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনকে নৌকার মাঝি করে আওয়ামী লীগ চাইবে আসনটি নিজেদের দখলে রাখতে। অন্যদিকে ওয়ারেছ আলী মামুনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিএনপি আসনটি নিজেদের দখলে নিতে চাইবে।

সর্বশেষ খবর