১২ অক্টোবর, ২০২০ ০৯:১৩

বাইডেনের পক্ষে ভোট চাইলেন গ্রেটা

অনলাইন ডেস্ক

বাইডেনের পক্ষে ভোট চাইলেন গ্রেটা

জলবায়ু সুরক্ষা আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ এক টুইট বার্তায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের পক্ষে ভোট চেয়েছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৭ বছর বয়সী গ্রেটা টুইটবার্তায় বলেছেন, জলবায়ু পরিবর্তন থেকে বাঁচতে সংগঠিত হোন এবং বাইডেনকে ভোট দিন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির পরিবেশ নিয়ে উদ্বিগ্ন ভোটারদের তাদের দাবি জোরালোভাবে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন গ্রেটা থানবার্গ।

প্রসঙ্গত, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে গুরুত্ব দেন না। এর আগে তিনি গ্রেটাকে পছন্দ করেন না এবং তাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেছিলেন।

পরিবেশ রক্ষায় সুইডিশ এ কিশোরী হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম দাপুটে কণ্ঠস্বর। এ কারণে তাকে ইতোমধ্যে ‘নেক্সট জেনারেশন লিডার’ হিসেবে আখ্যা দিতে শুরু করেছেন অনেকে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর