১৯ অক্টোবর, ২০২০ ১৬:৫৫

নির্বাচনী চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠানে সংযত থাকবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

নির্বাচনী চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠানে সংযত থাকবেন ট্রাম্প

সংগৃহীত ছবি

প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ নির্বাচনী ম্যানেজার ইঙ্গিত দিয়েছেন, যে বৃহস্পতিবারের চূড়ান্ত বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প সংযত থাকবেন এবং কম বাধা দেবেন। প্রথম বিতর্কে বার বার বাধা দিয়ে তিনি সমালোচনার বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছিলেন।

নির্বাচনী উপদেষ্টা, জেসন মিলার 'ফক্স নিউজ সানডে' অনুষ্ঠানে মন্তব্য করেন, চূড়ান্ত বিতর্কে প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুর বিশ্লেষণ করতে, জো বাইডেনকে বেশি সময় দেবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জো বাইডেনের প্রথম বিতর্ক, বার বার দুজনার হস্তক্ষেপের কারণে বিঘ্নিত এবং নিন্দিত হয়েছিল।

ফক্স নিউজ মাধ্যমের উপস্থাপক, ক্রিস ওয়ালেস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত ১৪৫ বার বিতর্কে হস্তক্ষেপ করেন।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীক্ষকেরা ৯০ মিনিটের সেই বিতর্ককে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে জঘন্য বিতর্ক বলে উল্লেখ করেন। সূত্র: ভয়েস অব আমেরিকা

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর