২১ অক্টোবর, ২০২০ ১৩:২৬

শনিবার থেকেই নিউইয়র্কে ভোট, বাংলায় ব্যালট পাবেন প্রবাসীরা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি:

শনিবার থেকেই নিউইয়র্কে ভোট, বাংলায় ব্যালট পাবেন প্রবাসীরা

সংগৃহীত ছবি

মূল নির্বাচনের মত আগাম ভোটেও নিউইয়র্কে বাংলায় ব্যালট পাবেন প্রবাসীরা। আগামী ২৪ অক্টোবর শনিবার শুরু হবে আগাম ভোট গ্রহণের পালা এবং তা চলবে ১ নভেম্বর রবিবার পর্যন্ত। 

করোনাভাইরাস তাণ্ডবে সন্ত্রস্ত্র ভোটারদের স্বার্থে আরো ৩৭ স্টেটে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ২ কোটি ৯০ লাখ ভোটার ভোট দিয়েছেন। সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে এসব ভোট প্রদানের ঘটনা ঘটেছে বলে বোর্ড অব ইলেকশন সূত্রে জানা গেছে। 

এনবিসি নিউজের পর্যালোচনা অনুযায়ী, এসব আগাম ভোটের ১৪.২ মিলিয়ন ডেমক্র্যাট এবং ১০.১ মিলিয়ন হলেন রিপাবলিকান। ডাকযোগে ভোট প্রদানের ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছে ডেমক্র্যাটরা। ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারলিনা, মিশিগান ও ওহাইয়োসহ ফলাফল নির্ধারণী ৯ স্টেটের প্রতিটিতে সোমবার পর্যন্ত ১০ লাখ ভোটারের ব্যালট জমা হয়েছে। নিউইয়র্কে বিপুলসংখ্যক ভোটার আগাম ভোটে অংশ নেবেন বলে জানা গেছে। 

করোনা সংক্রমণের প্রবণতা অব্যাহত থাকায় কেউই ৩ নভেম্বর ভিড় ঠেলে কেন্দ্রে যেতে আগ্রহী নন। নিরবে আগেভাগেই প্রত্যাশার প্রার্থীকে ভোট দিতে চান প্রবাসীরাও। 

উল্লেখ্য, লাগাতার আন্দোলনের সুফল হিসেবে আগাম ব্যালটেও বাংলা সংযোজনের ঘটনা ঘটেছে গত বছর। বোর্ড অব ইলেকশনে কর্মরত মাজেদা এ উদ্দিন স্টেট ও সিটি পর্যায়ের জনপ্রতিনিধিগণের সাথে লবিং করেন এ নিয়ে। নিকটস্থ ভোটকেন্দ্রের সন্ধান পাওয়া যাবে এই ওয়েবসাইটে  (https://vote.nyc/page/early-voting-information)|


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর