স্লোভেনিয়ার রক্ষণশীল প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। যদিও ট্রাম্প বা জো বাইডেন দু'জনেই এখনও পুরোপুরি বিজয় অর্জন করতে পারেননি।
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্ম দেশের এই প্রধানমন্ত্রী এই টুইটে লিখেছেন, 'এটা বেশ পরিষ্কার যে, আমেরিকান জনগণ ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকে আরও চার বছর নির্বাচিত করেছেন।'
ফলাফল প্রকাশে দেরি করে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কেই অস্বীকার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনে শক্তিশালী অবস্থানের জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ