কাতার বিশ্বকাপ মিশনে দল ঘোষণা করলো উরুগুয়ে। প্রত্যাশিতভাবে ২৬ জনের দলে জায়গা পেয়েছেন দুই তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। সঙ্গে তরুণ সেন্টার ব্যাক রোনাল্ড আরাউজোও ডাক পেয়েছেন। ডান ঊরুর চোট পেলেও বার্সার এই ডিফেন্ডার প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায়।
সুয়ারেজ ও কাভানি তাদের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন। আগামী ২৪ নভেম্বর কাতারে উরুগুয়ের প্রথম ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। গত আসরের কোয়ার্টার ফাইনালিস্টরা ‘এইচ’ গ্রুপে অন্য দুই ম্যাচ খেলবে পর্তুগাল ও ঘানার বিপক্ষে।
উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট, সেবাস্তিয়ান সোসা
ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, সেবাস্টিয়ান কোটস, মার্টিন ক্যাসেরেস, গুইলারমো ভারেলা, মাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গডিন, হোসে লুইস রদ্রিগেজ
মিডফিল্ডার: লুকাস তোরেইরা, মাতিয়াস ভেচিনো, রদ্রিগো বেন্টানকুর, ম্যানুয়েল উগার্তে, জর্জিয়ান ডি আরাসকায়েটা, নিকোলাস দে লা ক্রুজ, ফেদেরিকো ভালভার্দে, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, অগাস্টিন ক্যানোবিও, ফ্যাকুন্ডো টোরেস
ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, এডিনসন কাভানি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ