একই বিমানে চড়ে কাতার বিশ্বকাপ দেখতে যেতে পারবেন ইসরায়েল-ফিলিস্তিনের সমর্থকরা। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ইসরায়েল থেকে সরাসরি এই বিশেষ ফ্লাইট চালুর বিষয়ে সম্মত হয়েছে কাতার। ফিফা কাল এ বিষয়ে জানিয়েছে, সরাসরি এই ফ্লাইটে করে ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিকেরা কাতারে গিয়ে বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন।
এই ফ্লাইট তেল আবিবের বেন গুরিওন ও হামাদ ইন্টারন্যানাল বিমানবন্দর হয়ে কাতারের দোহায়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, ‘এই ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সম্পর্ক উন্নয়নের একটি ভিত তৈরি হয়েছে।’
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির এক মুখপাত্র জানালেন, এই ফ্লাইটে ফিলিস্তিনের টিকেটধারী ও সাংবাদিকরাও ভ্রমণ করতে পারবেন।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল