চলতি বছর ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান তার। বিশ্বকাপেও সেই ফর্ম ধরে রেখেছেন ডেভিড মালান। টাইগারদের ৩৯ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে অপরাজিত আছেন এই ব্যাটার। তার সঙ্গে আছেন বেয়ারস্টো। ৫৪ বলে ফিফটি তুলে নিয়েছেন এই ইংলিশ তারকা। ওপেনিং জুটিতে বড় সংগ্রহের পথেই ছুটছে টিম ইংল্যান্ড।
এর আগে, টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। দু'জন শুরুতে দেখেশুনে খেলতে থাকলেও ধীরে ধীরে চওড়া করেছেন ব্যাট।
বাংলাদেশের একাদশ :তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ :
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ