রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম খালেদা জিয়া হলের নতুন প্রাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক শরমিন হামিদ। তিনি দর্শন বিভাগের অধ্যাপক। রবিবার তিনি প্রাধ্যক্ষ হিসেবে হলে যোগদান করেছেন।
অধ্যাপক শরমিন হামিদ বলেন, হলের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো। একইসঙ্গে হলের শিক্ষার পরিবেশ ও ডাইনিং-ক্যান্টিনে খাবারে বিশেষ নজর দেবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
ড. শরমিন হামিদ দর্শন বিভাগ থেকে ১৯৯৯ সালে অনার্স ও ২০০০ সালে মাস্টার্স পাশ করে। ২০০৪ সালে প্রভাষক হিসেবে দর্শন বিভাগে যোগদান করেন। ২০১৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২০ সালে অধ্যাপক হিসবে পদোন্নতি পান। তিনি ২০১৪ সালে তিনি 'ইসলাম ও হিন্দু ধর্মে নৈতিক শিক্ষা: একটি তুলনামূলক আলোচনা' বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিডি প্রতিদিন/আরাফাত