মানসম্পন্ন গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় কৃষি, বিজনেস স্টাডিজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশন কৃত) জন্য ‘এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সকাল ১০টায় আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল মামুন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা আরও বলেন, ‘ম্যাটল্যাব এর উপর বেশ কয়েকটি ট্রেনিং কর্মশালা ইতোমধ্যে হয়েছে। এই ট্রেনিংগুলোর মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় লেভেলে গবেষণার উন্নয়ন করা তথা দেশের গবেষণা সেক্টরকে আন্তজার্তিক পর্যায়ে নিয়ে যাওয়া। এর জন্য আপনাদেরকে মানসম্পন্ন গবেষণা পেপার আন্তজার্তিক মানের জার্নালে পাবলিশ করতে হবে। পেপার আমরা অনেকেই পাবলিশ করি, কিন্তু মানসম্পন্ন পেপার কম। তাই এই রিসার্চ পেপার শুধু পাবলিশ করলেই হবে না, এটি এমনভাবে করতে হবে যেন বিদেশি গবেষকরা এই পেপার পড়তে আগ্রহবোধ করে, সাইটেশন যেন ভালো হয়। তবেই আপনি সার্থক এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখও উজ্জ্বল হবে। জানি আপনাদের এই সক্ষমতা আছে।’
বিডি প্রতিদিন/জামশেদ