রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যা ও নির্যাতনের বিচারের পাশাপাশি গুমের স্বীকার নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ দাবি জানায়।
মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকারের নির্মম অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছে বিএনপি ও ছাত্রদল। নেতাকর্মীদের গুম ও খুনের মাধ্যমে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এই অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারের চার মাস অতিবাহিত হতে চলেছে। তবে গুম হওয়া অনেক নেতাকর্মী বাড়ি ফিরে আসেনি। অবিলম্বে তাদের ফিরিয়ে আনার দাবিও জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে এ নেতা বলেন, গণহত্যাকারী পলাতক খুুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। ভারতীয় মিডিয়ার অপপ্রচার এ দেশের মানুষ সংঘবদ্ধভাবে রুখে দেবে।
সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ