দেশে চলমান মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠনের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক শাহিন জোহরা বলেন, মব জাস্টিস সংবিধান বহির্ভূত বিচার। দেশে আইন আছে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সেটা আইনী প্রক্রিয়ায় হওয়া দরকার। কিন্তু আইন নিজের হাতে আইন তুলে নেওয়া খুবই দুঃখজনক। বৈষম্যের বিরুদ্ধে সাম্যের যে লড়াই, মব জাস্টিস সেটা পুরোপুরি ব্যর্থ করে দিতে পারে। সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবশ্যই মব জাস্টিস পরিহার করতে হবে।
স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, বর্তমানে মব জাস্টিস এটা নিত্যনৈতিক ঘটনা পরিণত হয়েছে। মব জাস্টিস মানবাধিকার লঙ্ঘন। একজন মানুষকে আইনের আওতায় আনার যথাযথ উপায় রয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন