চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশ ও নগর পুলিশ আরও ৪৪ জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি সিএমপির আকবরশাহ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে ৭০ জন অজ্ঞাত আসামি করে নতুন মামলা দায়ের করেছে পুলিশ। নতুন মামলাসহ সিএমপিতে মোট ১৯টি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪৭৬ জনকে। শনিবার এসব তথ্য জানানো হয়।
সিএমপির পাহাড়তলী জোনের এসি মঈনুর রহমান জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিসংতার ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে আকবরশাহ থানায়। এতে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনান্য আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।
অন্যদিকে চট্টগ্রাম জেলা পুলিশ ১১টি মামলায় গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএম