চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভূজপুর ওয়াহাব মাস্টার বাড়ি থেকে রুমা আকতার (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। রুমা আকতার স্থানীয় প্রবাসী মো. মনছুরের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে।
স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ওই গৃহবধূর প্রায়ই ঝগড়াঝাটি হত। সকালে শয়নকক্ষের বিমের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভূজপুর থানার ওসি বলেন, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এএম