চট্টগ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সেকান্দার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম লাল বুইজ্জ্যা কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনীয় থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গত ১৪ অক্টোবর বিকেলে ছয় বছরের কন্যা শিশুকে রেখে কাজে যান মা। এ সুযোগে অভিযুক্ত সেকান্দার ওই শিশুকে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় সেকান্দারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই