সচিবালয়ে এডমিন ক্যাডার বাদে অন্য সব ক্যাডারের কর্মকর্তারা বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হয়েছেন। আজ রবিবার দুপুরে তারা জড়ো হন।
এর আগে, শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা সব সচিবের অপসারণ দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। আজ বেলা ১১টা থেকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা সচিবদের অপসারণ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা জানান, ‘শেখ হাসিনা সরকারের এ টু জেড অপসারণ চাই।’ দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা চলে যান।
এদিকে, সচিবালয়ের সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা।
বিডি প্রতিদিন/জুনাইদ