গত রবিবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) ও বারদী ইউনিয়নের দামোদরদী এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে বিল্লাল মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ছিনতাইকারীদের হামলার ঘটনায় আমরা গুরুত্বসহ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ