রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক আহত হয়েছেন।
আহত দুজন হলেন- পল্লব বর্মন বিবেক (২৩) ও গৌতম প্রধান (২২)। তবে তাদের কাছ থেকে ছিনতাইকারীরা কিছুই ছিনিয়ে নিতে পারেনি।
স্থানীয় হাসপাতাল থেকে গুরুতর ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই দুই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/এএম