সাভারের আশুলিয়ায় ৭ শ' অবৈধ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বুধবার (১৬ অক্টোবর) দিনব্যাপী আশুলিয়ার আওতাধীন সুলতান মার্কেট, সারদাগঞ্জ, কাশিমপুর ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সংযোগ বিচ্ছিন্নর পাশাপাশি নিম্নমানের ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত চুলা, রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোবিঅ-আশুলিয়ার আওতাধীন তিতাস'র ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, প্রকৌশলী আসোয়াত হোসেন, সহকারী প্রকৌশলী সুমন আলী, উপ-সহকারী প্রকৌশলী গোলাম সারোয়ার প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা