বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট গাজীপুরে ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার নয়ানগর বিসমিল্লাহ অটোমোবাইল দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকায়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে গতকাল জর্জকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন। জর্জের পক্ষে তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।