তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ২০০৭ সালে ১/১১-এর জরুরি সরকারের সময় কাল্পনিক অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল; যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
কারণ তথাকথিত জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারেরই। অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাগুলো করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা ১৭ বছর গণতন্ত্রের জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সংগ্রামে বিরামহীন নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা রাজনৈতিক এবং তাঁর বিরুদ্ধে বিগত সরকারের শাসনামলে পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করা হয়েছে। কিন্তু অতিসম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর লক্ষ্য করা যাচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এসব রাজনৈতিক মামলার ব্যাপারে বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, এটা খুবই দুঃখজনক। অবিলম্বে সব মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।