গাজীপুরের কালিয়াকৈরে আগুনে দগ্ধ গৃহবধূ মারা গেছেন। একই ঘটনায় তার মা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মোর্শেদা বেগম (২২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা তানভীর হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, বুধবার রাতে ঘুমের মধ্যে মোর্শেদা ও তার মা ফুলজান বেগমের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজার সিটকিনি দিয়ে পালিয়ে যান তানভীর।
এ সময় তাদের মা-মেয়ের আর্তচিৎকারে বাড়ির অন্য ভাড়াটিয়ারা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করেন। আগুনে তাদের দুজনের শরীরের প্রায় ৮৫ ভাগ দগ্ধ হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মোর্শেদা মারা যান। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন শাশুড়ি ফুলজান বেগম (৪০)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।