নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিন মিল্টন ও সহকারী প্রধান শিক্ষক রওশন আরা অশ্রুর পদত্যাগ দাবিতে গতকাল শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় তাদের বিরুদ্ধে দেওয়া হয় নানা স্লোগান। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক স্বামী-স্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে দুজনকে অন্যত্র বদলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন খলিফা। এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক হারেজ আলীর অপসারণ দাবিতে গতকাল বিক্ষোভ করেছে ছাত্রছাত্রীরা। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে ধরে। শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও লিখিত অভিযোগ করেছে। প্রধান শিক্ষক মোবাইল ফোনে জানান, তিনি শিক্ষার্থীদের অভিযোগ ও বিক্ষোভ সম্পর্কে জানেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।