জিংক ফুড শিশুদের মেধা ও শারীরিক বিকাশ ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করে। শিশুরা লম্বা এবং সুস্থ জীবনযাপন করার ক্ষেত্রে এ ফুডের বিকল্প নেই। দিনাজপুরে এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, মো. মোস্তাফিজুর রহমান, মো. মনিরুল ইসলাম, ডা. শাহ মো. শরিফ, ডা. কাওসার আহমেদ প্রমুখ এতে বক্তব্য রাখেন।
জিংক ধানের গুরুত্ব ও মানবদেহে জিংকের প্রভাব ও প্রয়োজনীয়তা এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের সম্পৃক্ততা বিষয়কে সামনে রেখে দিনাজপুর সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী বলেন, জিংক ফুড শিশুদের মেধা ও শারীরিক বিকাশ ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ছাড়া শিশুরা লম্বা এবং সুস্থ জীবনযাপন করার ক্ষেত্রে জিংক ফুডের বিকল্প নেই। এর জন্য সচেতনতার কোনো বিকল্প নেই।