ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের একদিন পর সিয়াম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে শিতলী গ্রামের একটি পুকুর থেকে ওই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। সিয়াম কালীগঞ্জ উপজেলার পারখিদ্দি গ্রামের সায়িম রেজার ছেলে এবং শিতলী রোকেয়া খাতুন নুরানি মাদ্রাসা ছাত্র।
মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে সিয়ামসহ ৩ ছাত্র মাদ্রাসার পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে দুই ছাত্র ফিরে আসলেও সিয়াম ফিরে আসেনি। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে অনেক জায়গায় খোঁজাখুজি করতে থাকে। শনিবার সকালে শিতলী গ্রামের ওই পুকুরে সিয়ামের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানা ওসি জিয়াউর রহমান শিশু সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন