সরকারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষ যাতে সঠিক সেবা পায় সেদিকে সুনজর দেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ডিসেম্বর) কুষ্টিয়ায় সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ অন্যান্য সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ইউএনও পার্থ প্রতিম শীলের সভাপতিরত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ রানা, সদর মডেল থানার ওসি (তদন্ত) দেপেন্দ্র নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি শেখ ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শরীফ হাসান সোহাগ, জিয়ারখি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন শেখ, ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুর রহমানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ১৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং দুইজন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমএস