জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী ১৯ জেলে পেলো প্রাথমিক চিকিৎসা সামগ্রী। বুধবার দুপুরে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) অ্যাক্টিভিটি এর উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
এরআগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল রুম পায়রায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ সমুদ্রগামী জেলে সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া মৎস্য অফিসের সামুদ্রিক কর্মকর্তা আশিরকুর রহমান। সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১০৫ জেলেকে জালসহ মাছ ধরা উপকরন, ১ জন জেলে পরিবারের শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি নগদ ৫০ হাজার টাকা ও ৪ জন মৎস্যজীবীকে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মানোনা স্মারক প্রদান করা হয়। পরে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
বিডি প্রতিদিন/এএম