ফরিদপুরের চরভদ্রাসনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালযয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীকে মেডেল, ব্যাগ, এক রিম কাগজ ও কলম প্রদান করা হয়। জিপিএ-৫ প্রাপ্তিতে অবদান রাখায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের উৎসাহিত করতে আর্থিক সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া একজন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার আলী মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. কাউছার হোসেন প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই