বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তা মোড়ে পথসভা করেন।
পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চু, এফএম শামীম আহসান ও আসাদুজ্জামান মিলন।
এছাড়াও বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন টুলু, শাহিনা ফেরদৌসী হ্যাপী, শ্রমিদল নেতা আসাদুজ্জামান শামীম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তালুকদার মো. রনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্বাস মুন্সি বক্তৃতা করেন।
বক্তারা বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ৭ টা থেকে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেন। একই সাথে বক্তারা আওয়ামী লীগকে শোক দিবসের কোনও কর্মসূচি নিয়ে রাজপথে না নামার জন্য পরামর্শ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ