সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রাজীব কুমার রায় এই আদেশ দেন।
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব কুমার রায় এই আদেশ দেন বলে জানান সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ।
সদর থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের হাজীপাড়ার বাসিন্দা রমজান আলীর ছেলে রিপন ওরফে বাবু নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামি করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪০ জনের নাম উল্লেখ রেখে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে বাদী রিপন ওরফে বাবুকে বিকালে মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
পরিবার জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়ার বাসভবন থেকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে সাদা পোশাকের লোকজন।
বিডি প্রতিদিন/নাজমুল