কুষ্টিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিজানুর রহমান। এতিম সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সওয়াবকে ধন্যবাদ জানান।
ছওয়াব এর পরিচালক (অপারেশন) মোহাম্মদ আফতাবুজ্জামানের সভাপতিত্বে এতে প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসাইন তালুকদারসহ সূধিজনরা উপস্থিত ছিলেন। সংগঠনটি মাই অরফ্যান প্রজেক্ট ২০২৪ এর মাধ্যমে মোট ১০১ জন এতিম শিক্ষার্থীকে একটি করে বাই সাইকেল, ৩ বস্তা চাউল, শিক্ষা সামগ্রী, তেল ও ডাউলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে।
বিডি প্রতিদিন/এএম