শেরপুরের নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ডিসেম্বর) সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্রের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
সকালে সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা। পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি শোক র্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেঁজুতি বিদ্যানিকেতনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে, এতে বক্তব্য বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান, নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল,গণমাধ্যম কর্মী রনি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলি।
বিডি প্রতিদিন/আশিক