দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে ও চিনিকলটি নতুনভাবে চালুর দাবিতে বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনতার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় চিনিকলের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি শেষে সেতাবগঞ্জ পৌরসভার প্রধান সড়ক প্রদিক্ষণ করে বিক্ষোভ মিছিলটি। এরপর চিনিকল চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মিছিলে শত শত জনসাধারণ ও চিনিকলের শ্রমিক-কর্মচারী বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেয়। বক্তারা অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকলের আখ মাড়াই চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সুমন মশিউর রহমান, উজ্জ্বল, বাপন, সবুজ, জিয়াউল হক প্রমুখ।
উল্লেখ্য, সেতাবগঞ্জ চিনিকলে গত ২০২০ সাল থেকে আখ মাড়াই বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই