সাতক্ষীরর কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২ কেজি রুপা, একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পিস্তল ও রুপা ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা বিজিবি’র। তরিকুল ইসলাম কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের বাসিন্দা।
৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তরিকুল ইসলামকে আটক করে। পরে তাকে তল্লাশি করে যুক্তরাস্ট্রে তৈরি একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও প্রায় ২ কেজি রুপা জব্দ করা হয়। তরিকুলকে অস্ত্র ও গুলিসহ কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
বিডি প্রতিদিন/হিমেল