দেশের শীর্ষ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হমালার প্রতিবাদে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর (অব.) সুবিধ কুমার মৈত্র, লাঠি বাঁশীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনাইটেড প্রেসক্লাবের সহ সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম, সাংবাদিক গোলাম মোস্তফা, সুফি মোহাম্মাদ সান্টু, নাইমুর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, গুরুদাসপুর চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাস, শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত প্রমুখ।
বক্তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, রাস্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের উপর এরকম হামলা গণতন্ত্রের জন্য অন্তরায় এবং স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে একটি বড় ধরণের হুমকি। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল