পটুয়াখালীর গলাচিপায় মাদরাসা সুপারের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার সকাল ১০টায় ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে ওই প্রতিষ্ঠানের সুপার মো. আবু জাফর সালেহর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীসহ অভিভাবকরাও এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে রাতুল, লাবনী, শামীম, ঈশান, ইয়াসমিন, নাবিলা ও জামিলা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার আবু জাফর সালেহ ওই প্রতিষ্ঠানে সুপার পদে কর্মরত থাকলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে ক্লাস ফাঁকি দেওয়া, ভুয়া শিক্ষক দিয়ে ক্লাসে পাঠদানসহ নানা দুর্নীতি ও অনিয়ম করে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অবিলম্বে মাদরাসার সুপার পদ থেকে তার পদত্যাগ না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই