বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের নাম ভাঙ্গিয়ে কিছু মানুষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও টাকা বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ কলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। রবিবার দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। দশ সদস্যের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন আব্দুল্লা সালেহীন অয়ন, সামিয়া মাসুদ মুমুসহ অন্যরা।
সারজিস আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের নাম ভাঙ্গিয়ে কিছু মানুষ বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং কেউ কেউ মামলায় নাম দেওয়া, নাম কাটা নিয়ে এক প্রকার টাকার ব্যবসা করছেন। আপনারা শুধু এইটুকু খেয়াল রাখবেন। আমাদের যে ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের নামটি যেন কেউ এভাবে অপব্যবহার করতে না পারে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।
বিডি প্রতিদিন/এএ