গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যায় সাবেক মন্ত্রী ও স্থানীয় এমপি শেখ ফজলুল করিম সেলিম, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানসহ ১৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। সদর থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী রাবেয়া রহমান।
মঙ্গলবার দায়ের করা মামলায় বাদী তার আর্জিতে জানান, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানীর গাড়ি বহরের সাথে তার স্বামী টুঙ্গিপাড়ায় যাবার পথে ঘোনাপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। গাড়ি বহরের একটি গাড়িতে থাকা তার স্বামী শওকত আলী দিদারকে আসামিরা গাড়ি থেকে নামিয়ে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে হত্যা করে যায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান মামলা রেকর্ড হয়েছে উল্লেখ করে বলেন, ইতোমধ্যে আমরা ঘটনার পর মামলা না হলেও সন্দেহমূলক ভাবে ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।এজাহারের মধ্যে এদের কারো নাম থাকলে তাকে এই মামলার আসামি হিসাবে গন্য করা হবে।
বিডি প্রতিদিন/এএ