দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনকে আহ্বায়ক এবং এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেনকে সদস্য সচিব করে ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সদস্য সচিব আফজাল হোসেন, কোষাধ্যক্ষ এম হেলাল উদ্দিন, সদস্য মোকাম্মেল হক মিলন সদস্য মোতাছিন বিল্লাহ, জুন্নু রায়হান, নাসির লিটন প্রমুখ।
পরিচিতি সভায় বক্তারা বলেন, সম্প্রতি ভোলা প্রেসক্লাব নিয়ে সংবাদকর্মীদের মধ্যে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়াচ্ছিল। এই আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সকল বিভেদ ও বিভ্রান্তির অবসান হল।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় ১৫ বছরে যাদের সদস্য পদ বাতিল কিংবা স্থগিত করা হয়েছিল তাদের সবাইকে সসম্মানে সদস্য পদ ফিরিয় দিয়ে নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ক্লাবের সব সদস্যকে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচনের মাধ্যমে ২০২৫-২০২৬ সালের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে। এসময় উপস্থিত সদস্যবৃন্দসহ ভোলার সুশীল সমাজ নতুন কমিটিকে স্বাগত জানান।
আহ্বায়ক আহাদ চৌধুরী তুহিন জানান, ৫ আগস্টের পর ভোলা প্রেসক্লাবে স্থবিরতা দেখা দেয়। ক্লাবের অচলাবস্থা নিরসন করে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভোলা প্রেসক্লাবের ৩৯জন সদস্যের মধ্যে ৩২জন সদস্যের সম্মতিতে গত ১ সেম্টেম্বর ২০২৩-২০২৪ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির একটাই কাজ; তা হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা।
বিডি প্রতিদিন/একেএ