নাটোরের সিংড়ায় অবৈধ সৌঁতিজালের পাঁচটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সোনাইডাঙ্গা খাল ও পাটকোল বিলে পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় জালে আটকে থাকা প্রায় একটন দেশীয় প্রজাতির জীবিত মাছ অবমুক্ত করা হয়।
জানা গেছে, নদী বা বিলে পানি আসার পর থেকে কিছু অসাধু ব্যক্তি সৌঁতি, বাঁনাসহ বিভিন্ন অবৈধ পন্থায় মৎস্য শিকার করে আসছিল। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর শুরু থেকেই অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, সাজা ও জরিমানা করলেও বন্ধ হচ্ছে না অবৈধ মৎস্য শিকার। অবৈধ মৎস্য শিকার বন্ধে বৃহস্পতিবার দিনব্যাপী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় সোনাইডাঙ্গা খালে তিনটি ও পাটকোল বিলে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক, সিংড়া থানার সাব-ইন্সপেক্টর মাজহারুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদে কাজ করছে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এরপরও কেউ সৌঁতি বা বাঁনা দেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/একেএ