দেশে বেকারত্ব মহামারি নিরসনে অন্তঃবর্তীকালীন সরকারের কাছে ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখা।
আজ শুক্রবার বিকালে মাগুরা শহরের ভায়নার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ সুজন। এসময় বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ মাগুরা সদর উপজেলা শাখার সভাপতি রাজিব মোল্লা, যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মিরাজ খান, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুন্সি হাসিবুল হক ও মাগুরা সদর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল শেখ। এ সময় তারা অন্তঃবর্তীকালীন সরকারের কাছে সাত দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন করে।
বিডি প্রতিদিন/এএ