'নদী দূষণ বন্ধ করো, প্লাস্টিক দূষণ বন্ধ করো' এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় মানববন্ধন কর্মসূচি এবং প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় বরগুনা পৌর শহরের মাছ বাজার সংলগ্ন খাকদোন নদী ও ভাড়ানী খালের মোহনায় এ কর্মসূচি পালিত হয়েছে।
ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনা শাখার আয়োজনে এ কর্মসূচিতে বরগুনা সাইক্লিং কমিউনিটি, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, যুব বাপা, সুশীলন অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দীপাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর রফিকুল ইসলাম টুকু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র বরগুনা জেলা সমন্বয়ক মোঃ মিজানুর রহমান, ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনা শাখার সমন্বয়ক মুশফিক আরিফ, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সাবু, সুশীলনের প্রতিনিধি জগন্নাথ রায়, যুব বাপা'র সমন্বয়ক আল আমিন, বরগুনা সাইক্লিং কমিউনিটির মডারেটর আবিদ হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিগগিরই বরগুনার খাকদোন নদী অবৈধ দখলমুক্ত করতে এবং এর প্রবাহ সচল করতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন শেষে সবাই মিলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ