বরগুনায় আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে বটতলা থেকে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পিযুষ কান্তি দাস, প্রেসক্লাব সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, অ্যাড. সোহেল হাফিজ, হোসনেয়ারা হাসি প্রমূখ।
সভায় বরগুনার দর্শীয় স্থানগুলোকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণে জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল