লক্ষ্মীপুরে জনসাধারণ ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে সরকারি কলেজ সড়ক অবশেষে সংস্কার করেছে ছাত্রদল। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এ সড়কটি ইট-বালু দিয়ে সকাল ১০ টা থেকে টানা ৩ ঘণ্টায় শ্রম দিয়ে চলাচল উপযোগী করে তোলে এ সংগঠনটির নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল হাসান শাওন। এসময় অন্যান্যের মধ্যে আরো ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রনি প্রমুখ।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, টানা বৃষ্টি ও বন্যার ফলে রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়। এতে জনদুর্ভোগ তৈরি হয়। শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়। তাই সরকারি কলেজ ছাত্রদল রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল