বরিশালের উজিরপুর থেকে বিদেশী পিস্তলসহ এক তরুণকে আটক করেছে র্যাব-৮ এর একটি দল। রবিবার ভোর রাতে এ অভিযান করা হয় বলে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা জানিয়েছেন। আটক তুষার মাহমুদ (২৪) উপজেলার ধামুরা গ্রামের আব্দুল জলিল বালীর ছেলে।
র্যাবের উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ধামুরা এলাকায় তরুণ তুষার আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। এ খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল ধামুরা গ্রামে তুষারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার হেফাজতে থাকা স্পেনের তৈরি ৪.৫ ক্যালিবারের অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তুষারের বিরুদ্ধে মামলা করে উজিরপুর মডেল থানায় তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান মেজর সোহেল রানা।
বিডি প্রতিদিন/এএম