রাঙামাটির পথকুকুর পাচ্ছে জলাতঙ্ক প্রতিরোধী টিকা। শহরের মানুষের নিরাপত্তার জন্য পথকুকুরদের টিকার আওতায় আনা হয়েছে। এরই মধ্যে পথকুকুরদের জলাতঙ্ক টিকা দিতে কর্মসূচি গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন ও পৌরসভা। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে অভয়ারণ্য বাংলাদেশ প্রাণিকল্যাণ সংস্থা।
সোমবার দুপুরের অভয়ারণ্য বাংলাদেশ প্রাণিকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. কাওসার শাকিলের নেতৃত্বে ৬ জনের একটি দল রাঙামাটি শহরে পথকুকুরদের টিকাদানের কাজ শুরু করেছে।
অভয়ারণ্যের নির্বাহী পরিচালক কাওসার শাকিল জানান, রাঙামাটিতে হঠাৎ বৃদ্ধি পেয়েছে বেওয়ারিশ কুকুর। সড়কে সড়কে কুকুরের উপদ্রবের কারণে আতংকে স্থানীয়রা। এরই মধ্যে প্রায় শতাধিক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। তাই ৩০০ জন মানুষের জন্য জলাতঙ্কের ভ্যাকসিন রাঙামাটি জেলা সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া রাঙামাটি শহরের হ্যাপি মোড় থেকে শুরু করে বনরূপা বাজার পর্যন্ত প্রায় ৩০টির অধিক কুকুরকে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে। কাল থেকে রাঙামাটি শহর এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে প্রতিদিন জলাতঙ্কের টিকা দেবেন তারা। প্রথম পর্যায়ে অন্তত ৫০০টি কুকুকে টিকা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল