বরিশাল সদর ও গৌরনদীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এই দুই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মৃতরা হলেন-বরিশাল সদর উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত সোবাহান মোল্লার ছেলে রং মিস্ত্রি আনিস মোল্লা (৫০) ও গৌরনদীর সরিকল গ্রামের মৃত ইসমাইল শরীফের ছেলে কৃষক সেকান্দার শরীফ (৭০)।
পুলিশ জানিয়েছে, দূর্গাপুর গ্রামের একটি ভবনে রং করতে গিয়ে মিস্ত্রি আনিস মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ইদুরের হাত থেকে ধানক্ষেত রক্ষায় ক্ষেতে বিদ্যুত সংযোগ দেয় কৃষক সেকান্দার শরীফ। সকালে বিদ্যুত সংযোগ বন্ধ না করে ভুলে ক্ষেতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ