মুন্সীগঞ্জে নিখোঁজ আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজাহান শেখের (৫৫) মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন নিজ বাড়ির পাশের পুকুরে থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশে কাঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সি বলেন, 'মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। এছাড়াও তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম