বগুড়ার সারিয়াকান্দিতে সীরাত মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভা করা হয়।
সংগঠনের হাটফুলবাড়ি ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব মু. জহুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকল মানুষ তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবেন। ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। তাই এই বিজয়কে টেকসই করতে জামায়াতের রুকনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা ক্বারী আব্দুল মজিদ, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মু. জহুরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে সেক্রেটারী (ভারপ্রাপ্ত) আমীর অধ্যাপক মাওলানা মু. ইকবাল হোসেন, সেক্রেটারী মাওলানা মু. তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, মাওলানা মোঃ এনামুল হক চন্দনী, পৌর আমির অধ্যাপক মাওলানা মোঃ রেজাউল করিম, এ্যাড. শাহিন মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম