'কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতার মাধ্যমে নিজেকে শক্তি, নির্ভীকতা এবং পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেভাবে প্রেরণা যুগিয়েছেন, চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সমান তালে প্রেরণা যুগিয়েছেন।'
সোমবার (৭ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটরিয়ামে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
মৃত্যুবার্ষিকী উপযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মশিউর রহমান ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমাম হাছান ও মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম ও সহযোগী অধ্যাপক রতন আলী প্রমুখ।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বক্তারা আরও বলেন, কাজী নজরুল শুধু অসাম্প্রদায়িক কবি ছিলেন না। তিনি রোমান্টিক কবিও ছিলেন। তিনি তিন হাজারেরও বেশি গান রচনা করেছেন। কাজী নজরুল ইসলামের অসংখ্য স্মৃতি রয়েছে আমাদের এই কুমিল্লায়। আজকের তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।'
বিডি প্রতিদিন/ মুসা